লিফটের নিচে চাপা পড়ে তরুণের মর্মান্তিক মৃত্যু

বোনের বিয়ের খাবার দিতে গিয়েছিলেন বাসায়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নিজ বোনের বিয়ের খাবার দিতে গিয়ে ভবনের লিফটের নিচে চাপা পড়ে প্রীতম চৌধুরী (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর পিতার নাম শিমুল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাত নয়টা ৫০ মিনিটের দিকে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্ত্তী আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসি বলেন, প্রীতমের বোনের বিয়ে ছিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে। সে বিয়ের খাবার পৌঁছে দিতে দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিণ নামে ছয় তলা ভবনের পঞ্চম তলায় নিজেদের বাসায় গিয়েছিলেন। খাবার নিয়ে নামার সময় অসাবধানতাবশতঃ লিফটের নিচে চাপা পড়েন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

এসি কোতোয়ালী আরও বলেন, আমরা ভবনের বাসিন্দাদের থেকে জানতে পেরেছি, লিফটটা কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। এক ফ্লোরের সুইচ টিপ দিলে অন্য ফ্লোরে দাঁড়াতো। এক্ষেত্রে প্রিতম যেহেতু তাড়াহুড়োয় ছিল, মনে হচ্ছে, কমান্ড সঠিক ভাবে কাজ করেনি। গ্রাউন্ড ফ্লোর আসার আগেই লিফট আটকে যায়। সে খেয়াল না করে নেমে যায় এবং দুর্ঘটনার শিকার হয়। তার পরিবার বর্তমানে শোকে মূহ্যমান। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনি ব্যবস্থায় যাবো।

পূর্ববর্তী নিবন্ধআদালত অবমাননায় বিচারকের সাজা, তিন ঘণ্টা পরই জামিন
পরবর্তী নিবন্ধমুজিবের বায়োপিক বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে : প্রধানমন্ত্রী