লিফটের জন্য রোগীদের দুর্ভোগ…

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন এনসিলারি ভবন। রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্যাথলজি বিভাগ ছাড়াও ৭টির বেশি বিভাগ রয়েছে দশতলা এ ভবনটিতে। এসব বিভাগের মধ্যে হেমাটোলজি (রক্ত রোগ), ফিজিক্যাল মেডিসিন, চর্ম ও যৌন রোগ, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, হেপাটোলজি (লিভার) ও ডায়াবেটিস উল্লেখযোগ্য। চক্ষু, মেডিসিনসহ বেশ কিছু বিভাগের আউটডোর সেবাও দেওয়া হয় এখানে। ফলে প্রতিদিন সেবা প্রার্থী বিশাল সংখ্যক রোগীর সমাগম ঘটে এই ভবনে। যাদের ৯-১০ তলায় গিয়েও সেবা নিতে হয়। আছেন চিকিৎসক-নার্স ও কর্মচারীরা। কিন্তু দশতলা এ ভবনে লিফট চালু রয়েছে মাত্র একটি। এতে করে লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় সেবা প্রার্থীদের। অনেক সময় রোগীরা লিফটে প্রবেশের সুযোগ পান না। বিরক্ত হয়ে সিঁড়ি বেয়েই উঠে যান অনেকে। এর বাইরে পুরনো ভবন থেকে প্রশাসনিক ব্লকটিও সমপ্রতি এ ভবনের ৮ম তলায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে জনসমাগম আগের তুলনায় আরো কয়েক গুণ বেড়েছে। সব মিলিয়ে রোগীদের দুর্ভোগ তো আছেই, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে নিয়মিত। সার্ভিসিংয়ের জন্য গতকাল ভবনটির একটি মাত্র লিফটের সেবাও ছিল বন্ধ। ৯-১০ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে রোগী, চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে। ফলে অসুস্থ ও হাঁটতে অক্ষম রোগীদের দুর্ভোগে পড়তে হয় বেশি। গতকাল দুপুরের ছবি -আজাদী

পূর্ববর্তী নিবন্ধ৫০ কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির ১৫ ইউনিট কমিটি অনুমোদন