লিডার্স স্কুল অ্যান্ড কলেজে তারুণ্য উৎসব গত ৩১ অক্টোবর ও গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রথম দিবসে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে তারুণ্য উৎসবের উদ্বোধন ঘোষণা করেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা। গতকাল শনিবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের উপাচার্য ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও কবি রাশেদ রাউফ। উৎসবে ৫০ টির বেশি স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৯শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। রচনা, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কোরআন তেলাওয়াত, হামদ–নাত, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, প্রোগ্রামিং, আইডিয়া জেনারেশনসহ মোট ১৫টি ইভেন্টে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, রানারআপ হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ তারুণ্য উৎসবের বর্ণাঢ্য আয়োজন ও লিডার্স শিক্ষা মডেলের প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












