সিজেকেএস-সিডিএফএ আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে গ্রুপিং ২য় পর্বে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় লিটল ব্রাদার্স ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।
লিটল ব্রাদার্সের হয়ে একমাত্র গোলটি করেন ইফতেখার রহমান। দিনের ২য় খেলায় শতাব্দী গোষ্ঠী ১-০ গোলে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করেন। শতাব্দী গোষ্ঠীর হয়ে গোল করেন মো. রায়হান বাবু।