সিজেকেএস ২য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে লিটল ব্রাদার্স ক্লাবের এক সভা সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লিটল ব্রাদার্সের প্রধান পৃষ্ঠপোষক সিজেকেএস সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দীন। সিজেকেএস নির্বাহী সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, নিয়াজ মোর্শেদ এলিট, ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদ, ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান দিদারুল আলম, ব্রাদার্সের কর্মকর্তা ওয়াহীদুল আলম শিমুল, আবুল বশর, আবদুর রশিদ লোকমান, পিয়ার মোহাম্মদ পেয়ারু, জসিম উদ্দীন মিটুন, সরওয়ার উদ্দীন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে ক্রীড়া সংগঠক সৈয়দ নাফিজ উদ্দীনকে চেয়ারম্যান, হেলাল উদ্দীনকে কোচ, মোহাম্মদ ফারুককে সহকারী কোচ ও জসিম উদ্দীন মিটুনকে ম্যানেজার নির্বাচিত করা হয়।












