লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান গতকাল ফতেয়াবাদ হাইস্কুল মাঠে প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক চিকিৎসক ডা, ইমরুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড, আলী আরশাদ চৌধুরী, মোহাম্মদ জয়নুল আলম, মোহাম্মদ আকতার হোসেন, সালাউদ্দিন আলী নূর, মোহাম্মদ আলমগীর খান গাজী মিজানুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন হোসেন,মোরশেদুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন কোহিনুর আকতার,জয়শ্রী প্রভা শীল,শান্তা নাগ, অর্ণব গুপ্ত, সেলিম উল্লাহ, উমা দে,প্রমিতা চৌধুরী,জিন্নাত তানজিমা আফরোজ, ফারজানা আকতার, ফাহমিদা ফাইজা, শামীম আকতার,মুসলিমা রহমান,রত্না যোহরের, মোরশেদুল আলম মুন্না,বিবি রহিমা, আশরাফুল ইসলাম,হামিদ হোসাইন প্রমুখ।