লিটল এঞ্জেলস গ্রামার স্কুলে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

লিটল এঞ্জেলস গ্রামার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসাদ চৌধুরী, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা), পোস্তারপাড় এ. কে. সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রেবেকা নাসরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক নার্গিস সুলতানা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ‘ক্যারিয়ার টক’
পরবর্তী নিবন্ধচান্দগাঁও শাপলা সবুজ সংঘের আলোচনা সভা