রাওয়ালপিন্ডি সাক্ষী হলো ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্পের। হার না মানা এক লড়াকুর লড়াইয়ের। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরুর পর ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়েন লিটন দাস। সেঞ্চুরির আশা জাগিয়ে মিরাজ ফিরে গেলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন উইকেটরক্ষক এই ব্যাটার। ২৭ মাসের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেলেন লিটন। ২০২২ সালের মে মাসে সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন। ১১ চার ও ১ ছক্কায় ১৭১ বলে রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি স্পর্শ করেন লিটন। ৪৩ ম্যাচের ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। লিটনের ব্যাটে সেঞ্চুরির হাসি ফুটতেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। ২০২৩ সালের নভেম্বরে লিটন–সঞ্চিতার কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। এতদিন পর মেয়েকে প্রকাশ্যে আনলেন এই দম্পতি। মেয়ের সঙ্গে লিটনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন আনায়রার বাবা। আমরা তোমাকে ভালোবাসি’। ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে লিটনকে। সবসময় স্বামীর পাশে ছায়া হয়ে ছিলেন তার স্ত্রী সঞ্চিতা। টাইগার উইকেটরক্ষক এই ব্যাটার নিজেও জানিয়েছেন সে কথা।