লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

গলায় লিচুর বিচি আটকে ফটিকছড়িতে মোহাম্মদ আদিল নামে সাত মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মোহাম্মদ আদিল ওই এলাকার মঈন সিকদারের সন্তান। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইফতেহার উদ্দীন মুরাদ বলেন, মঙ্গলবার বিকেলে শিশুটির নানার বাড়ি শাহনগর গ্রামের মাইজ পাড়ায় গলায় লিচুর বিচি আটকে গেলে পরিবার দ্রুত নাজিরহাট কেয়ার পয়েন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধদখলমুক্ত এলাকায় দেয়া হচ্ছে সীমানা প্রাচীর
পরবর্তী নিবন্ধকরোনার প্রকোপ বাড়লেও তাতে আতংকিত হওয়ার কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী