লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী

| রবিবার , ১ মে, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

 

সিলেট অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলায় গতকাল শনিবার ২১ গোলে জিতেছে আসরের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। জুয়েল রানার নৈপুণ্যে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে দারুণ জয় পায় আবাহনী লিমিটেড। জুয়েল পিছিয়ে পড়া দলকে প্রথমে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে করেন আরো এক গোল। জোড়া গোল করে আবাহনীর জয়ের নায়ক জুয়েল। পুলিশ এফসিকে শুরুতে এগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আল আমিন ম্যাচের সপ্তদশ মিনিটে। জয়ের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আল আমিন। সমতায় ফিরতে আবাহনীকে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২২তম মিনিটে রাফায়েল আগাস্তোর কাছ থেকে বল পেয়ে জুয়েল রানা স্বস্তি ফেরান আকাশীনীল শিবিরে। ১১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৬৮তম মিনিটে আবাহনীকে এগিয়ে দেন জুয়েল। তার এই গোলে অবদান আছে মিলাদ শেখ সোলেমানির। লিগের দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচে জয় পেল আবাহনী। এই জয়ের ফলে টেবিলের দুইয়ে ফিরল আবাহনী। ১৩ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট তাদের। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৪২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ২১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। দলটির পক্ষে একটি করে গোল করেন ইসমাহিল আকিনাদে ও আইজার আকমাতোভ। চট্টগ্রাম আবাহনীর পক্ষে ব্যবধান কমান শাখাওয়াত হোসেন। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে শেখ রাসেলের অবস্থান অষ্টম। ২২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে চারে।

পূর্ববর্তী নিবন্ধফের চেন্নাই অধিনায়ক ধোনি
পরবর্তী নিবন্ধব্যাটিং অলরাউন্ডার হিসেবে টেস্ট দলে যুক্ত হয়েছেন মোসাদ্দেক