‘লিগ্যাল এইড দরিদ্র বিচার প্রার্থীর শেষ আশ্রয়স্থল’

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আলোকে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা গত সোমবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

তিনি বলেন, অসচ্ছল বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা দয়া দাক্ষিণ্য নয়, তাদের সাংবিধানিক অধিকার। উক্ত সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে আদালতের সহযোগী কর্মচারীদের সেবক হিসেবে কাজ করতে হবে। কোনো রকম হয়রানি করা যাবে না। লিগ্যাল এইড অফিস দরিদ্র বিচার প্রার্থী জনগণের শেষ আশ্রয়স্থল।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় আলোচক ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, যুগ্ম জেলা জজ মো. খাইরুল আমীন ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখায় কর্মশালায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ, জেলা জজ আদালত চট্টগ্রামের প্রধান তুলনাকারী মো. শাহ আলম মজুমদার ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের তুলনা সহকারী রূপন কুমার দাশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাজা আবদুর রহমান চৌহরভীর (র.) ১০০তম ওরস কাল
পরবর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সভা