লিও জেলার যৌথ অভিষেক ও ২০২৫–২৬ সেবাবর্ষের প্রথম কেবিনেট এবং কাউন্সিল মিটিং গত ১২ সেপ্টেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি দীপ্ত দে এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি মো. শওকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম কমিটির সম্পাদক লিও খুরশিদ নাহার তানিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। তিনি সকল লিওদের একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, সমাজকে সুন্দর ও বাসযোগ্য এবং সমতায় আনার জন্য কম সৌভাগ্যবান মানুষের পক্ষে কাজ করে যাওয়ার চেষ্টার মিছিলে সামিল হতে হবে। তিনি আগামীর নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে লিওদের প্রতি আহবান জানান।
উপস্থিত ছিলেন লায়ন শিরিন আক্তার কাশফি, সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রাক্তন গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন সিরাজুল হক আনসারি, প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেক, লায়ন রোকেয়া হাসান চৌধুরী, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন খলিল উল্লাহ চোধুরী সাকিব, লায়ন ফারাহ বেনজির আলম,লায়ন হুমায়ুন কবির, লায়ন মো. বদিউর রহমান, লায়ন শাহজাদা মো. গাজী গজনবী, লায়ন হেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মুহাম্মদ ওবাইদুর রহমান, লায়ন মো. সাইফুল করিম আরিফ, লিও ইরফান মোস্তফা এবং লায়ন আতিক শাহরিয়ার সাদিফ, লিও মো. সিফাতুল ইসলাম সামি, লিও রাফিদ মো. আহনাফ, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও শেখ মো. মুনতাসির মামুন, লিও নিশু জান্নাত লাকি, লিও আরাফাত হোসেন, লিও পল্লব বড়ুয়া, লিও দেলোয়ার হোসেন, লিও ওয়াহিদুল আলম রকি, মো. ইমরান হোসেন, লিও আবু তাকিব, লিও কামরুজ্জামান মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












