লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সহযোগী যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগাং ও এরিস্টোক্রেসি ক্যাম্ব্রিয়ান এবং শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের যৌথ উদ্যোগে বায়েজিদ লিংক রোড স্বপ্নচাষী বিদ্যায়তনে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়।
এতে উদ্বোধক ছিলেন লিও অ্যাডভাইজার, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মো. আবু নাসের রনি। প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি–৪ এর রিজিয়ন চেয়ারপারসন–১ লায়ন নিশাত ইমরান, লিও জেলার জয়েন্ট সেক্রেটারি লিও মুনতাসীর, লিও ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি লিও মিনহাজুর রহমান শিহাব, লিও ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেসি ক্যাম্ব্রিয়ানের সভাপতি লিও ইমরুল কায়েস অপু, ট্রেজারার লিও মো. সরোয়ার আলম সিয়াম, সার্ভিস চেয়ারম্যান লিও ইনতিসার রহমান, লিও সানজানা, লিও মিশন ভক্ত, লিও ওয়াসিফ উদ্দিন চৌধুরী জিয়ন, লিও ফাহাদ উদ্দিন, লিও তৌকিরুল আলমসহ লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবা কার্যক্রমে ৩০ জন ছেলেকে খত্না ও ৫০ জন ছাত্র–ছাত্রীর মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বায়েজিদ লিংক রোডে স্বপ্নছায়া বিদ্যায়তনে ছাত্র–ছাত্রীদের মাঝে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথি লায়ন নিশাত ইমরানসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।