লিও ক্লাব অব চিটাগাংয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি উদ্বোধন করেন লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগাংয়ের সভাপতি লায়ন রেবেকা নাসরিন, সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন ওয়াহিদুজ্জামান ফয়সাল, সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনি, ট্রেজারার আলী হায়দার, লায়ন লিটন দত্ত, লায়ন মানস, সি এস কে সিদ্দিকী, কে এন এম রিয়াদ, মুকেশ বড়ুয়া, নাফিস মিনহাজ, মো. ইমরান, মো. মাসুদ, শাহাবুদ্দিন সাইফু, মহিউদ্দিন, মিল্টন দাশ, সোহেল, আইভান, লিও রাহুল লালা, লিও তাসফিয়া, লিও সৌরভ, লিও মুনতাসীর, লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও সিহাব, লিও রাজেশ লালা, লিও নবী, সেক্রেটারি, লিও মারিয়া, লিও ক্লাব অব চিটাগং অ্যারিস্টোকেস ক্যামব্রিয়ানের সভাপতি লিও অপ,ু সেক্রেটারি লিও সীমান্ত বড়ুয়াসহ লিও লায়নরা উপস্থিত ছিলেন। র্যালিটি চকবাজার লায়ন সার্ভিস কমপ্লেক্স থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।