লিও ক্লাব অব চিটাগং এর প্রশিক্ষণ কর্মশালা

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

লিও ক্লাব অব চিটাগং এর উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগং এর সহযোগিতায় লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে লিও জেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়নমূলক ইফেক্টিভ সিভি রাইটিং ও কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এছাড়া হেভি মেটাল দূষণ প্রতিরোধে ক্যাম্পইন ও অ্যানিমেল ফিডিং কার্যক্রম সম্পন্ন হয়।লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন হাঙ্গার চেয়ারম্যান ও লিও অ্যাডভাইজর লায়ন মো.আবু নাসের রনি। কর্মশালা পরিচালনা করেন লিও ওমন দাশ। উপস্থিত ছিলেন লায়ন মনিরুল কবির, লায়ন সালাহউদ্দিন কায়সার লাভু, লায়ন অনুপম মজুমদার, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন এস্কান্দর, নুর হোসেন। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন লিও মো. শওকত হোসেন, লিও শেখ মুনতাসির মামুন, লিও দেলোয়ার হোসেন, লিও বাঁধন ঘোষ, লিও মাহমুদুন নবী রানা, লিও এনামুল হক, লিও ইনতিশার রহমান রাবি, লিও মশিউর ইসলাম রাজু, লিও জহির আব্বাস চৌধুরী, লিও আব্দুল্লাহ আল মুনতাসীর প্রমুখ।

লায়ন আবু নাসের রনি বলেন, তরুণদের নেতৃত্বে আয়োজিত এই কর্মশালা দক্ষতা উন্নয়নের পাশাপাশি সেবার মানসিকতা গড়ে তোলার এক চমৎকার অনুশীলন। আজকের এই কার্যক্রমের মাধ্যমে লিওরা বাস্তব অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজসেবার প্রতি আরো দায়িত্বশীল হয়ে উঠবে বলে তিনি মত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী
পরবর্তী নিবন্ধফুটন্ত কিশোর সংঘের অভিষেক অনুষ্ঠান