নগরীর খুলশী থানাধীন বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে নানা অনিয়ম পেয়েছে জেলা প্রশাসান। গতকাল বিকালে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী মোবাইল কোর্ট পরিচালনা করলে এ অনিয়মের দেখা মেলে। অভিযানে লা মেনসা রেস্টুরেন্টের কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার পাওয়া গেছে। দেখা গেছে, দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্ট অবৈধভাবে কেক ও দই উৎপাদন করছিল। এছাড়া দ্য পিৎজা কো রেস্টুরেন্ট ও ক্রিমসন কাপ রেস্টুরেন্টে লাইসেন্স পায়নি মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম। এসব অপরাধের জন্য লা মেনসা রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা, দ্য গোল্ডেন স্পুন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, দ্য পিৎজা কো রেস্টুরেন্টকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় ৩০ হাজার টাকা এবং ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৪টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী আজাদীকে বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেন খুলশী থানা পুলিশ ।