চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক লায়ন গভর্ণর এম শামসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শনিবার খতমে কোরআন ও দোয়া মাহফিল আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অ্যাড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, শাহনেয়াজ হায়দার শাহীন, চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আবদুল মালেক, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, এস এম ইসলাম, নাছির উদ্দিন, মাহফুজুর রহমান মেরু, মো. ফারুক, মাস্টার সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, আলগমীর আলম, নুরুল আবছার, অ্যাড. নাছির উদ্দিন, মাঈন উদ্দিন আহমদ, সুরেশ দাশ, ডা. আর কে দাশ রুবেল, আবুল মালেক খান, মো. আমির উদ্দিন চৌধুরী, ওয়াসিম মুরাদ, আসিফ মোস্তফা কামাল, মরতুজা কামাল মুন্সি, শামসুল ইসলাম প্রমুখ।এ সময় মফিজুর রহমান বলেন, লায়ন শামসুল হক ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। রাজনীতির পাশাপাশি সমাজের উন্নয়নে তিনি নিরলস কাজ করেছেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফজলুল হক।