লায়ন মঞ্জুর আলম মনজুকে সংবর্ধনা

লিও ক্লাব অব চিটাগং এর প্রাক্তন সভাপতি ও সদস্যদের উদ্যোগ

| সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

লিও ক্লাব অব চিটাগং এর প্রাক্তন সভাপতি ও সদস্যদের উদ্যোগে প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মনজু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুনরায় পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল,২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন এম কাইয়ুম চৌধুরী, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া,পিডিজি লায়ন রফিক আহমেদ,পিডিজি লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, সিএলএফ চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী,পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন আল সাদাত দোভাস, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, লায়ন মো. আবু নাসের রনি, প্রাক্তন লিও মাহমুদ নেওয়াজ, হেলাল উদ্দিন, চৌধুরী কে,এন,এম রিয়াদ, লায়ন সিরাজুল ইসলাম কমু,লায়ন মো, আকতার হোসেন,লায়ন শহীদুল্লাহ চৌধুরী, লায়ন ওয়াহিদ মালেক, লায়ন রাসু মঞ্জুর,লায়ন বাসুদেব সিনহা, মুকেশ চৌধুরী, ডা. মুকেশ বড়ুয়া,সাহাব উদ্দিন সাইফু, নুর হোসেন,আলী হায়দার, নাফিস মিনহাজ,লায়ন এস্কান্দার আলী,তারেকুল হাসান, মোহাম্মদ জাভেদ আনোয়ার,এ এম সিহাব, মোহাম্মদ মাসুদ, লিও মিনহাজুর রহমান সিহাব, লিও ইমরুল কায়েস অপু,লিও রাহুল, লিও তাসফিয়া,লিও মুনতাসির, লিও সাইফ, লিও রাজেশ, লিও রূপালী লিও মারিয়া প্রমুখ। বক্তারা লায়ন মন্‌জুরুল আলম মঞ্জু লায়ন্স জেলায় গভর্নর থাকাকালীন যেভাবে সফলতার সাথে কাজ করে লায়ন্স জেলাকে এগিয়ে নিয়ে গেছেন সেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সার শনাক্তে ন্যানোটিউবভিত্তিক নতুন মডেল উদ্ভাবন
পরবর্তী নিবন্ধদাবি না মানলে রাজপথ ছাড়বেন না, শিক্ষকদের হাসনাত আবদুল্লাহ