নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের মসজিদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, সাবেক লায়ন্স জেলা গভর্নর লায়ন মনজুর আলম মঞ্জুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন লায়ন মঞ্জুর আলম মঞ্জু ও তাঁর পরিবার। লিও জেলা পরিষদ ৩১৫-বি৪, বাংলাদেশ তাদের রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন নূর মোহাম্মদ বাবু, জোন চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম, জেলা সহসভাপতি লিও ইরফান মোস্তফা, জেলা সচিব লিও আতিক শাহরিয়ার সাদিফ, জেলা কোষাধক্ষ্য লিও ইসমাইল বিন আজিজ আলভী সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় লিও ক্লাবগুলোর সভাপতি ও সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।