লায়ন চক্ষু হাসপাতালে রোগীদের পাশে আসলাম চৌধুরী

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন পরবর্তী রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আসলাম চৌধুরী। গত মঙ্গলবার আসলাম চৌধুরী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। অপারেশন পরবর্তী চিকিৎসার অগ্রগতি ও পরবর্তীতে করণীয় নিয়েও তিনি রোগীদের সাথে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে দায়িত্বশীল ডাক্তারদের সাথে কথা বলে রোগীদের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন্স চক্ষু হাসপাতালের এসোসিয়েটস সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন তারেক কামাল, লায়ন মনির হোসেন, বন্ধন লায়ন্স ক্লাবের আবুল খায়ের, মো. সেলিম, মামুনুর রশিদ মামুন, মো. পারভেজ, লিও নুর মোহাম্মদ, এনামুল হক জুয়েল, আল আমিন হোসেন, তুহিন প্রমুখ।

আসলাম চৌধুরী রোগীদের খাবার, ওষুধ, চশমাসহ প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য হাসপাতালের দায়িত্বশীলদের সাথে কথা বলেন। সেই সাথে রোগীদের ফলোআপে রেখে পরবর্তী করণীয় সম্পর্কেও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : বিইপিআরসি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবাইক দুর্ঘটনায় আহত যুবক, ১৩ দিন পর মৃত্যু