লায়ন ক্লাব অব চিটাগং রেনেসাঁর নতুন কমিটি গঠন করা হয়েছে। লায়ন মোহাম্মদ আলী প্রেসিডেন্ট, লায়ন শান্তা বডুয়াকে সেক্রেটারী এবং লায়ন সুপর্ণা দাশকে ট্রেজারার নির্বাচিত করে ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটি গঠন করা হয়। কমিটিতে রিজিয়ন চেয়ারপারসন লায়ন নাজমুল হক ক্লাব এডমিনিস্টেটর, লায়ন নার্গিস আক্তার আইপিপি, লায়ন আবদুল্লাহ আল মামুন ভাইস প্রেসিডন্ট-১, লায়ন নুরুল আমিন ভাইস প্রেসিডন্ট-২, লায়ন সাহেদ হোসেন ভাইস প্রেসিডন্ট-৩, লায়ন বিপ্লব চৌধুরী জয়েন্ট সেক্রটারী, লায়ন টিটু দে এসোসিয়েট সেক্রেটারী, লায়ন শ্যামল ঘোস জয়েন্ট ট্রেজারার, লায়ন নিলুফা আক্তার ক্লাব টেমার, লায়ন রওশন আক্তার টেইন টুইসটার, লায়ন সুপ্লব চৌধুরী এলসিআইএফ কো-অডিনেটর ও ক্লাবডিরেক্টর হচ্ছেন- লায়ন নুরুল আলম, লায়ন ইয়াছমিন আক্তার চৌধুরী, লায়ন সালাউদ্দিন কাদের, লায়ন আ. হান্নান মোর্শেদ, লায়ন ইরফান সৈয়দ রানা, লায়ন সৈকত পালিত, লায়ন পলাশ বডুয়া ও লায়ন অলোক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।