লায়ন ও লিও সদস্যদের মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভায় পিডিজি লায়ন মঞ্জুর আলম

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

সম্মিলিত প্রচেষ্টায় লায়ন ও লিওদের মানবতায় মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় পিডিজি লায়ন এম মঞ্জুর আলম মঞ্জু এসব কথা বলেন। বোর্ড সভা ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে এবং ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন নিশাত ইমরানের পরিচালনায় দৈনিক আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আগামী ১৪ মে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিতব্য ক্লাবের ৬৪তম চার্টার নাইট সফলতার সাথে উদযাপনসহ ক্লাবের সেবা কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে আলোকপাত করা হয়।

বক্তব্য দেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোসলেহউদ্দিন খান, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম ও লায়ন সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন রাজিব সিনহা, ক্লাবের সভাপতি (ইলেক্ট) লায়ন এম সোহেল খান, সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র চেম্বারের ব্যতিক্রমী আয়োজন
পরবর্তী নিবন্ধসামর্থ্যবানদের উচিত গরিবের পাশে দাঁড়ানো : শাহাদাত