লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫ বি ৪ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সাবেক প্রেসিডন্ট, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আবদুর রহিম আর নেই। গতরাত ৯টা নাগাদ তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা-মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার চকরিয়ার সুরজপুরে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। লায়ন আবদুর রহিমের অকাল মৃত্যুতে চট্টগ্রামের লায়ন সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।












