লায়ন আবদুর রহিমের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩১৫ বি ৪ এর রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সাবেক প্রেসিডন্ট, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আবদুর রহিম আর নেই। গতরাত ৯টা নাগাদ তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা-মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার চকরিয়ার সুরজপুরে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। লায়ন আবদুর রহিমের অকাল মৃত্যুতে চট্টগ্রামের লায়ন সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধমাহফুজা খাতুন
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক ব্যাধি নির্মূল সম্ভব