লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের জরুরি সভা

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

চকবাজার এনামুল হক রোডস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের জরুরী সভা গত ৫ ডিসেম্বর সম্পন্ন হয়। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চিফ কোঅর্ডিনেটর পিডিজি লায়ন কামরুন মালেকের সভাপতিত্বে ও জয়েন্ট ট্রেজেরার লায়ন মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য। বক্তব্য রাখেন পিডিজি লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস , পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন্স জেলার ইভাল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন জি কে লালা, লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন, লায়ন্স জেলার রিজিওন চেয়ারপার্সন১ লায়ন নিশাত ইমরান, হাঙ্গার চেয়ারপার্সন ও লিও ক্লাব অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন সিলভাস্টার বার্নাডেট, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন বাসুদেব সিনহা, লায়ন এস কে পালিত, লায়ন মোসাদ্দেক শরীফ, লায়ন রোকেয়া জামান, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, লায়ন মনিরুল কবির, লায়ন এডাম ম্যাথিউ গনজালভেস, লায়ন মানস বড়ুয়া, লায়ন এসকান্দর আলী, লিও মিনহাজুর রহমান শিহাব ও লিও শাহাদাত হোসেন সাইফ প্রমুখ। বক্তারা বলেন, লায়নিজমের সেবার জগতে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বছর বছর ধরে সেবার দ্যুতি ছড়াচ্ছে। বলিষ্ঠ নেতৃত্ব ও সকলের সহযোগিতায় এই ধারা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে সেবার মান উন্নয়ন ও পরিধি বিস্তৃত করতে সুকৌশল ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে চীনের উচ্চক্ষমতা সম্পন্ন মেডিকেল টিম
পরবর্তী নিবন্ধআধুনিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে ইংরেজি ও কম্পিউটার জ্ঞান অপরিহার্য