লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সভায় কামরুন মালেক
সমন্বিত একনিষ্ঠ সেবাদানে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স বিগত ৪০ বছর ধরে ঐতিহ্যমণ্ডিত ও ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে। নিরবচ্ছিন্নভাবে নিবিড় মমতায় অসহায় কম সৌভাগ্যবান মানুষের তরে কাজ করার ক্ষেত্রে লায়ন্স ক্লাব অব চিটাগং সার্ভিস কমপ্লেক্স বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লায়নদের গর্ব ও অহংকারের জায়গা। আমাদেরকে সেই ঐতিহ্যগত গর্বের ধনকে আগলে রাখতে সদা সচেষ্ট থাকার আহ্বান জানান লায়ন কামরুন মালেক।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সাধারণ সভা সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও কমপ্লেক্স সেক্রেটারী লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিনের পরিচালনায় গতকাল ১৫ ড. এনামুল হক সড়কস্থ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস কমপ্লেক্সের চীফ কো-অরডিনেটর, চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের জয়েন্ট সেক্রেটারী লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় বিগত বছরগুলোতে যাঁদের শ্রম ত্যাগ ও দানে এ কমপ্লেক্সের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শ্রদ্ধাভরে স্মরণ ও দোয়া অনুষ্ঠানের পর কমপ্লেক্স সেক্রেটারীর প্রতিবেদন পেশ করেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন এবং আর্থিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট ও সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সিনিয়র সদস্যবৃন্দ লায়ন্স জেলা ৩১৫বি৪ এর সিনিয়র গভর্নর এডভাইজার ও সার্ভিস কমপ্লেক্সের প্রাক্তন চেয়ারম্যান লায়ন সিলভাস্টার বার্নাডেট, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম, রিজিয়ন চেয়ারপার্সন এডমিন লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন রাজিব সিনহা, লায়ন মো. ইসমাইল চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস কে পালিত, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, লায়ন্স জেলা ৩১৫বি৪ এর লিও ইয়্যুথ একচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান, সেক্রেটারী লায়ন নাজমুল শাকের, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব, সার্ভিস কমপ্লেক্সের প্রাক্তন ট্রেজারার ও ক্লাবের ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ এবং লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও অদিতি বড়ুয়া। সাধারণ সভায় লায়ন্স ক্লাব অব চিটাগং সার্ভিস কমপ্লেক্সের ২০২২-২০২৫ ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন বাবুল কান্তি লালা, লায়ন বাসুদেব সিনহা, লায়ন ফেরদৌস খান, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন অনুপম মজুমদার, লায়ন এডাম ম্যাথিউ গনসালভেস, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের রিজিয়ন ডিরেক্টর হেডকোয়ার্টার লিও আবদুল্লাহ আলী আল হাসান, লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির, সেক্রেটারী লিও মিনহাজুর রহমান শিহাব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।