নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা অনুষ্ঠান। জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন নাজমুল হক এবং ভাইস এরিয়া লিডার মো. ওয়াহিদুর রহমান আজাদ। সম্মানিত অতিথি ছিলেন লায়ন এস কে কামরুল এবং সদ্য প্রাক্তন জেলা গভর্নর আল সাদাত দোভাষ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, প্রাক্তন জেলা গভর্নররা লায়ন্স জেলার প্রাণ। তারা সেবাবর্ষের সময় লায়নিজমের পতাকা বহন করেছেন। তাদের দেখানো পথ ধরেই আমাদের এই লায়ন্স জেলা উত্তরোত্তর সফলতার দেখা পেয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেকসহ অন্যান্য প্রাক্তন জেলা গভর্নরদের। পরে প্রাক্তন জেলা গভর্নররা তাদের অনুভূতি প্রকাশ করেন।
একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক তার বক্তব্যে বলেন, মানুষকে সেবা করার ধর্মই লায়নিজম। এই চিন্তা উপলব্ধি করে এই জেলার লায়নরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি বয়ে আনবেন। তিনি বলেন, লায়নিজম বেঁচে থাকবে সেবার মাধ্যমে।