লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে ভিশন গ্রান্টের আওতায় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অত্যাধুনিক একটি অ্যালকন লিজিয়ন ফ্যাকো মেশিন উদ্বোধন করা হয়েছে। আধুনিক এই যন্ত্রের সংযোজনের ফলে হাসপাতালের চোখের ছানি অপারেশনের মান, গতি ও রোগীর আরোগ্য লাভের হার আরও উন্নত হবে।
গতকাল সকালে হাসপাতাল প্রাঙ্গণে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফ্যাকো মেশিনের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, সাবেক চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নজমুল হক চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের পক্ষে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস–জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন হাবিবুর রহমান, লায়ন অশেষ কুমার উকিল এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইস–চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন আলহাজ্ব এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক মোছাঃ ইনসাফি হান্না, কনসালটেন্ট ডা. মোছাম্মৎ আফরোজা আক্তারসহ সম্মানিত চিকিৎসকবৃন্দ, বিভিন্ন সেবামূলক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম ও আশপাশের জেলার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছে। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে হাসপাতালের সেবার মান আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছাবে। বিশেষ করে নতুন ফ্যাকো মেশিন যুক্ত হওয়ার ফলে ছানি অপারেশন আরও সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্তভাবে সম্পন্ন হবে, এতে রোগীরা অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবেন। হাসপাতালের চিকিৎসকরা বলেন, ফ্যাকো মেশিনের মাধ্যমে এখন থেকে আন্তর্জাতিক মানের ছানি অপারেশন করা সম্ভব হবে। এতে রোগীদের চোখে সেলাইয়ের প্রয়োজন হবে না, অপারেশনের ঝুঁকিও কমবে এবং রোগীরা অপারেশনের পর অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবেন।
লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের রোগীদের জন্য ভিশন গ্রান্ট VIS25416/315B4 এর আওতায় অত্যাধুনিক এই অ্যালকন লিজিয়ন ফ্যাকো মেশিনটি ক্রয়ে আর্থিক সহায়তা দানের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতি উপস্থিত সকলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।