লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের ২০২৩–২০২৪ সেবাবর্ষের লায়ন্স জেলা গভর্নর হিসেবে লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, জয়েন্ট সেক্রেটারী লায়ন সাইফুল ইসলাম টুটুল ও জয়েন্ট ট্রেজারার লায়ন মো. ইউসুফ চৌধুরী গত ১ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় পিডিজি লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন কামরুন মালেকসহ লায়ন্স ও লিও জেলার অসংখ্য লায়ন নেতৃবৃন্দ ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর লিও জেলা পরিষদের লিও প্রেসিডেন্ট লিও আতিক শাহরিয়ার সাদিফ, আইপিপি লিও ইরফান মোস্তফা, সহ–সভাপতি লিও ইসমাইল বিন আজিজ আলভি, সেক্রেটারী লিও শওকত হোসাইন ও ট্রেজারার লিও রাফিদ মোহাম্মদ আহনাফ ২০২৩–২০২৪ সেবাবর্ষের লিও জেলার দায়িত্বভার গ্রহণ করেন। নগরীর জাকির হোসেন রোডস্থ চিটাগং লায়ন্স ফাউন্ডেশনে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী ও সেঞ্চুরিয়ান পোর্ট সিটি, চিটাগাং ব্লু স্কাই, চিটাগং মেট্রোপলিটন লিও ক্লারে উদ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার ও রিক্সা, শুকনো খাবার বিতরণ ও বৃক্ষরোপণসহ লিও জেলা পরিষদ ও লিও ক্লাবস গুলোর সমন্বয়ে ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম প্রদানের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির অন্বেষায় কলের প্রবক্তা লায়ন্স জেলা গভর্নর এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী ২০২৩–২০২৪ সালের সেবা কার্যক্রমের সূচনা করেন।
লায়ন্স জেলা গভর্নর ২০২৩–২০২৪ সেবাবর্ষে ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ সাড়া দিয়ে লায়ন্স সেবা কর্মকান্ডকে সমাজের অসহায়, অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।