আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর ৪র্থ কেবিনেট মিটিং লায়ন্স জেলা গভর্নর লায়ন আল শদাত দোভাষের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচারিয়া, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রফিক আহমেদ, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন মোহাম্মদ কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন মো. মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারীসহ লায়ন্স জেলার সিনিয়র নেতৃবৃন্দ ও কেবিনেটের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেবিনেট সেক্রেটারি আশরাফুল আলম আরজু। বক্তব্য রাখেন কেবিনেট ট্রেজারার আবু বক্কর সিদ্দিকি ও কনভেনশন চেয়ারম্যান অশেষ কুমার উকিল। প্রেস বিজ্ঞপ্তি।