লায়ন্স জেলার সিলভার জুবিলি উদযাপন কমিটির প্রস্তুতি সভা

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সিলভার জুবিলি উদযাপন কমিটির প্রস্তুতি সভা ২য় ভাইস জেলা গভর্নর ও উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সিলভার জুবিলি সেলিব্রেশন কমিটির সেক্রেটারি লায়ন আবু মোর্শেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বক্তব্য প্রদান করেন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন এস কে নন্দী, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন নুরুল আলম, লায়ন হারুন ইউসুফ, লায়ন আরিফ আহমেদ, ইঞ্জিয়ার মুজিবুর রহমান, লায়ন শওকত আলি চৌধুরী, লায়ন শামিম মোস্তাফা, লায়ন হোসাইনুজ্জামান, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন উত্তম কুমার দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন আশরাফুল্লাহ, লায়ন তারেক কামাল, লায়ন আফরোজা বেগম, লায়ন ফজলুর রহমান মজুমদার স্বপন, লায়ন তাহের আহমেদ, লায়ন এম এ মান্নান, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন সাংবাদিক হাসান আকবর, লায়ন আজম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন এম এইচ রানা, লায়ন নুর মো. বাবু, লায়ন মাইন উদ্দিন, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সোহেলা মাহমুদ, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন সাহেলা আবেদিন, লিও আফিফা ইসলাম, লিও ইরফান, লিও সাদিফ, লিও আলভি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোডেকের শিশু সুরক্ষা কার্যক্রম কমিটির সভা
পরবর্তী নিবন্ধসেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে