লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর অক্টোবর সেবা কর্মসূচির সমাপনী অনুষ্ঠান এবং দ্বিতীয় কেবিনেট মিটিংয়ে বক্তারা বলেছেন, বিশ্ব যতদিন থাকবে, লায়নিজম ততদিন মানুষের সেবা করে যাবে। লায়ন্স ক্লাবের সদস্যদের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবা করা, সমাজটাকে আরো বাসযোগ্য রাখা। এই লক্ষ্যকে সামনে নিয়ে চট্টগ্রামে ১১৬টি ক্লাবের আড়াই হাজারের বেশি লায়ন সদস্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সামনের দিনগুলোতে এই কার্যক্রম আরো বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। গত শনিবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন অক্টোবর সেবা কর্মসূচি কমিটির চেয়ারম্যান ও প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জমান লিটন। সঞ্চালনা করেন লায়ন নাসরিন ইসলাম ও লায়ন লুবনা হুমায়ুন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ এই পর্ব সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও গেট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খাঁন হীরা ও লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য দেন লায়ন প্রয়েসর এ কাইউম চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, লায়ন ড. সুকান্ত ভট্টাচার্য, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ও লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন।
জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, এই জেলার আওতাধীন ক্লাবগুলো গত এক মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ও লায়ন্স মেম্বারশিপ বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করেছে। বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।












