লায়ন্স চক্ষু হাসপাতাল সমাজে আলো ছড়াচ্ছে বলে মত প্রকাশ করেছেন দারুল উলূম কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং ইনস্টিটিউট, চট্টগ্রামের উদ্যোগে দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে মত প্রকাশ করেন তিনি।
এ সময় সুজন বলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান, অন্ধত্ব বিমোচন এবং সাশ্রয়ী মূল্যে রোগীদের মাঝে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লায়ন্স চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠা হয়। কার্যক্রমেও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং ইনস্টিটিউট প্রায় ৫ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা, চশমা এবং ওষুধ সেবা প্রদান করেন। চট্টগ্রামের আরো যে সকল দাতব্য প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকেও তাদের স্বাস্থ্য সেবা সম্প্রসারণের অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গর্ভনিং বডির সহ–সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার হোসাইন, ছাত্র প্রতিনিধি লিও রফিকুল ইসলাম। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং ইনস্টিটিউটের পক্ষে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সাইফুল ইসলাম রিয়াদ এবং ডা. অনিক চক্রবর্ত্তী। প্রেস বিজ্ঞপ্তি।