লায়ন্স চক্ষু হাসপাতালের নতুন অপারেশন থিয়েটার গতকাল বুধবার উদ্বোধন করছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক।
লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু রোগীদের সার্জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, রোগীদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন অপারেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের অন্তঃবিভাগে আরো একটি নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে। নতুন থিয়েটার চালু হওয়ার পর, হাসপাতাল বর্তমানে মোট ৬টি অপারেশন থিয়েটার পরিচালনার মাধ্যমে রোগীদের কার্যকরী অপারেশন সেবা প্রদানের সক্ষমতা অর্জন করেছে।
এদিকে গতকাল বুধবার সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহেরউদ্দিন মেমোরিয়াল হলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও কর্মকর্তাদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক যৌথভাবে নতুন অপারেশন থিয়েটারটি উদ্বোধন করেন। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, রোগীদের চোখের স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন অপারেশন থিয়েটারের মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক রোগীর চোখের চিকিৎসা নিশ্চিত করতে পারবো। আমরা আশা করি, লায়ন্স চক্ষু হাসপাতাল দেশের চোখের সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং প্রতিটি রোগী নিরাপদ ও উন্নত সেবার অধিকার ভোগ করবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, হাসপাতালের একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারি পরিচালক ইনসাফি হান্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।