লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও চিকিৎসকদের সমন্বয় সভা

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবা আরো উন্নত ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও চিকিৎসকদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সভা গতকাল সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহেরউদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, রোগীসেবা ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল সবসময় রোগীদের মানসম্মত ও মানবিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখা হবে।

এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. আলতাফ উদ্দিন খানসহ হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেতে উঠি কবিতায় গান আর কথামালায় শীর্ষক সাহিত্যাসর
পরবর্তী নিবন্ধমেসিকে ছাড়াই ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা