লায়ন্স ক্লাব চিটাগাং ফটিকছড়ির বৃক্ষরোপণ ও চারা বিতরণ

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে হাটহাজারী বজ্রধাম পল্লীতে প্রায় ২০০০ ওষুধি, ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাজী আবু জাফর, জসিম উদ্দিন বাবুল, জানে আলম, লায়ন কাসেম, ফোরকানুল আমিন, লায়ন সেলিম সিকদার, লায়ন শুভাশীষ চৌধুরী, . তরুণ কুমার আচার্য, অর্চ্চণা রাণী আচার্য্য, সলিল আচার্য্য, রাজু আচার্য্য, ইসমাইল হোসেন, স্বপন সাহা, মারুপা আকতার, কামরুন নাহার সিকদার, অমৃত লাল দে, উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, চন্দন দে, শ্যাম সুন্দর বৈষ্ণব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহের ভবনটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধওমরগণি এম ই এস কলেজে জুলাই শহীদ স্মরণে আলোচনা সভা