লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালির দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গত ২১ আগস্ট রাতে আগ্রাবাদে একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এর আগে ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে সভাপতি লায়ন অনিমেষ রায় চৌধুরী ও সেক্রেটারি হিসেবে লায়ন মো: আরফান আলীকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ট্রেজারার তৌফিক ফরহাদ নূর, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ জুবায়ের, প্রথম সহ-সভাপতি লায়ন ফারাহ বেনজীর আলম, ২য় সহ-সভাপতি খাজা মাঈনুদ্দিন রিগান, ৩য় সহ-সভাপতি অ্যাডভোকেট রোকসানা আক্তার, জয়েন্ট সেক্রেটারি গোলাম কিবিয়া ও মইনুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার আহমেদ রুবাইয়েদ বিন ইস্পাহানী, টেমার লায়ন এ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী, টেইল টুইস্টার লায়ন সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। ক্লাব মেম্বারশিপ চেয়ারপার্সন ওসমান গনি, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন এম শওকতুল ইসলাম, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন রকিব উদ্দীন চৌধুরী, এলসিআইএফ কোর্ডিনেটর মোঃ হাসান মুরাদ চৌধুরী, লিও ক্লাব অ্যাডভাইজার মির্জা মোঃ মনসুরুল হক, ক্লাব অ্যাডভাইজার শাহ আলম বাবুল, হাজেরা খাতুন পারভিন, লায়ন শফিউর রহমান, ফাতেমা রহমান সানজি, মোঃ আবদুল গাফফার চৌধুরী, শহিদ সরোজয়ার মেঙ্মি, শাহজাহান সাজু, খালেদা জেসমিন নূর, আমিনা সুলতানা ডলি, রোকেয়া শিরিন, ক্যাপ্টেন এম এ মালেক, আবদুল মতিন চাষী প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শুকুর চৌধুরী। পরে কবির কাব্যগ্রন্থ ‘জীবনের পোস্টমর্টেম’ এর মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।