লায়ন্স ক্লাব চিটাগং মীরসরাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব চিটাগং মীরসরাই ও লিও ক্লাব চিটাগং মীরসরাইয়ের উদ্যোগে উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নে চিকিৎসা ক্যাম্প গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। লায়ন ডা. এস এ ফারুকের বাড়িতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়। এতে ৭৫০ জনের চক্ষু পরীক্ষা, ১৫০ জনকে অপারেশনের জন্য বাচাই করা হয় এবং ২৩০ জনকে ফ্রি চশমা দেওয়া হয়। ৪০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং ২০ জন এতিমের মাঝে খাবার পরিবেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াছ সিরাজী , ক্লাব প্রেসিডেন্ট লায়ন মঈন উদ্দিন, লায়ন ডা. এস এ ফারুক, লিও আসিফ, লিও রাহাত, লিও অন্তু, লিও জাহিন, লিও আইনুল, লিও মেহেদী প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমনে খুদ্দামুল মুসলেমিন কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার