চট্টগ্রাম জাকির হোসেন রোডস্থ চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে গ্লোবাল এ্যাকশন (গেট) টিমের তত্ত্বাবধানে লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা ৩১৫ বি–৪ এর ২০২৩–২০২৪ সেবা বর্ষের ক্লাব সমূহের অফিসারদের (পিএসটি) ট্রেনিং গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়। পিএসটি ট্রেনিং কমিটির সভাপতি জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন এস.এম. আশরাফুল আলমের (আরজু) স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গেট এরিয়া লীডার ও আন্তর্জাতিক পরিচালক এন্ড্রোসী লায়ন নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে ভাইস এরিয়া লীডার লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ ও জেলা গভর্নর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী এবং অতিথি হিসেবে প্রথম ভাইস জেলা গভর্নর, জেলা ৩১৫–বি৪, বাংলাদেশ লায়ন কোহিনুর কামাল ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিক আহমেদ, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন আবু মোরশেদ ও জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন নিশাত ইমরান সহ লায়ন্স জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পিএসটি ওয়ার্কশপের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন মো. ওসমান গণি, লায়ন আরিফ আহমেদ, লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, পিএসটি ট্রেনিং কমিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ হোসেন (রানা) ও লায়ন গাউসুল হক চৌধুরী। প্রশিক্ষণ শেষে জেলা গভর্নর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে জেলার গেট টীম নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল ক্লাব সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারারকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আত্মপ্রণোদিত হয়ে সেবাকর্ম চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।