লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে নগরীর বন্দর এলাকার কলসীদিঘীর পাড়স্থ কর্ণফুলি আইডিয়াল স্কুলে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা ক্যাম্প গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু।
বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, জিএলটি কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত। আরো উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন অহিদুল ইসলাম সিকদার, ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী, ক্লাব ট্রেজারার লায়ন মো. ইফতেখারুল আলম, লায়ন কামরুল হুদা, লায়ন নুরুল কবির, লিও সাইফুল ইসলাম, লিও ফাহিম, লিও হুমাইরা, লিও কুনসুম, লিও শাহ আমানত, লিও সাদাব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।