লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের মাসিক সভা জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাবে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। লায়ন মোর্শেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন নুরুল আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এ কাইয়ুম চৌধুরী, আর সি হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, আর সি লায়ন এম এ ওয়াহাব, জেড সি ডা. প্রকাশ কুমার চৌধুরী, সহ সভাপতি লায়ন ফজলে করিম, সহসভাপতি লায়ন বিজয় শের দাশ, ট্রেজারার লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন বাপন দাসগুপ্ত, লায়ন ওসমান ফারুকী, লায়ন মাহমুদা করিম, লায়ন বারেক, লায়ন সমীরণ দে, লায়ন রফিকুল হাসান মানিক, লিও সভাপতি ইফতেখার ফাহিম, ক্লাব ডিরেক্টর লিও মইনুল ইসলাম, আইপিপি লিও আলভী ইসমাঈল, লিও হালিমা খাতুন আখি, লিও ইফাদ মিয়া রাফি, লিও সাজু প্রমুখ। সভায় দৃষ্টিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী দুজন কলেজ ছাত্রীকে লেখাপড়ার খরচের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।