লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, জেলা গভর্নর টিমকে সংবর্ধনা এবং নতুন সদস্যদের শপথ গ্রহণ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদীপ চৌধুরী টিংকুর সঞ্চালনায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন লুভনা হুমায়ুন সুমি এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সেবাবর্ষের সভাপতি লায়ন এ.এস.এম শাহাদাৎ হোসাইন।পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন সেক্রেটারি লায়ন আবুল মনসুর। আনুগত্যের শপথ পাঠ করান রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির হিমু। পরে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন সদস্যরা হলেন গোলাম কিবরিয়া, সাইফুল ইসলাম নিরব প্রমুখ।
২০২৫–২৬ সেবাবর্ষের কমিটিতে রয়েছেন সভাপতি লায়ন এ.এস.এম শাহাদাৎ হোসাইন, সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার শিমুল সেন, ট্রেজারার লায়ন সাজ্জাদ মাহমুদ রাসেল। প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লায়ন মনজুরুল আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন মোর্শেদুল হক, লায়ন নবিউল হক সুমন, লায়ন মো. হুমায়ুন কবির, লায়ন কাজী মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকলিয়া ক্লাবের কর্নধার লায়ন মো. হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন এ, কে,এম সালাউদ্দিন।
প্রধান অতিথি বলেন, সেবা কার্যক্রমের মাধ্যমে নিজেকে নিয়োজিত করাই লায়নিজমের মূল মন্ত্র। তিনি এই ধারা অব্যাহত রেখে লায়ন্স জেলার অন্যতম ক্লাব হিসাবে বাকলিয়া ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।