লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের চিকিৎসা ক্যাম্প

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১১:৫৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার রাউজান হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারে ১ হাজারের বেশি মানুষের চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। উক্ত কার্যক্রমে ৪২ জনকে লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের ছানি এবং অপারেশনের জন্য বাছাই করা হয়। ক্লাব জোন চেয়ারপারসন অধ্যাপক লায়ন ববি বড়ুয়ার সঞ্চালনায় ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১ম ডিস্ট্রিক্ট গভর্নর শেখ শামসুদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ড.গগন মালিক, অতিথি ছিলেন ২য় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. এম মহিউদ্দিন চৌধুরী , লায়ন আদর্শ কুমার বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন লায়ন নিপু কান্তি বড়ুয়া, লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, লায়ন রনজিত বড়ুয়া রক্তিম, লায়ন সুকান্ত বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, প্রকৌশলী সবুজ বড়ুয়া, সঞ্চিত বড়ুয়া, শিল্পী বড়ুয়া, লিও মুহাম্মাদ হাছবী, লিও মো. তানভীর রহামান, লিও মুহাম্মাদ মিজান, লিও ফকরুদ্দিন মুহাম্মাদ রাইহান, লিও মুরাদুল ইসলাম, লিও আরিয়ান, লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা, লিও নাবিহা ওয়াসিমাত, লিও নিজাম।

পূর্ববর্তী নিবন্ধসেই রোহিঙ্গাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ আদালতের
পরবর্তী নিবন্ধদেশে নতুন শনাক্ত ২৯১, মৃত্যু ৫