লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং এর উদ্যোগে লিও ক্লাব অব চিটাগং এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালদীঘি জেলরোডে গাউছিয়া তৈয়বিয়া হেফজখানা শাহ আমানত (রহ.) এতিমখানায় সেবা কার্যক্রম ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. আবু নাসের রনির সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। লায়ন জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য্য এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন সিদ্দিকী। উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, রিজিয়ন চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, লায়ন নাজমুল সাকের, লায়ন ডা. নাজিম উদ্দীন রাফিদ,লিও ক্লাব সেক্রেটারি মুনতাসীর,লিও সাকিব, লিও রানা প্রমুখ। জেলা গভর্নর বলেন, সেবার জগতে লায়ন্স ক্লাবের কার্যক্রমগুলো অসহায় মানুষের মনে স্মরনীয় হয়ে থাকবে। উক্ত সেবা কার্যক্রমে ১০০ জন এতিম বাচ্চাদের দুপুরের খাবার, চাল,মাস্ক ও হুজুরদের মাঝে ছাতা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।