ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির ২০২২-২০২৩ সেবাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত ক্লাবের এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন সাব্বির আহমেদকে সভাপতি, ব্যাংকার লায়ন বিদেশ বড়ুয়াকে সেক্রেটারি এবং নারী উদ্যোক্তা লায়ন জারিন তাসনিম মাইশাকে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি ও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আশরাফুল আলম আরজ। এছাড়াও ক্লাবের প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন মো. হুমায়ূন কবির, লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন ডা. জাকিরউল ইসলাম, লায়ন মহসেন আলী মহসিন, লায়ন ডা. রেজাউল ইসলাম, ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মাহমুদ হাসান, প্রাক্তন সেক্রেটারি লায়ন স্থপতি রিদওয়ানুল হকসহ প্রমুখ।
এ উপলক্ষে ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাখা ব্যবস্থাপক লায়ন মাহমুদ হাসান ২০২২-২০২৩ সেবাবর্ষের জন্য গঠিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটি একটি সুন্দর ও সফল সেবা বর্ষ উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন।











