লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজানের ইফতার সামগ্রী বিতরণ গত ২২ এপ্রিল নগরীর হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আমিনুল ইসলাম।
অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, জোন চেয়ারপারসন লায়ন ফরিদ আহমেদ, জোন চেয়ারপারসন লায়ন মশিউর রহমান চৌধুরী, ভাইস প্রেসিন্ডেট লায়ন এইচ.এম. সোহেল, লায়ন নিজামুদ্দিন ভুঁইয়া, সেক্রেটারী লায়ন কল্লোল দাশ, লায়ন আফতাব উদ্দিন লিটন, লায়ন কাজী মফিজুর রহমান, লায়ন ফজলুল হক, শাহাবুদ্দিন ভুঁইয়া, রেজাউল করিম ভুট্টো, সংগঠক ইমতিয়াজ আইয়াজ, মো. মুছা নবী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৫০টি দুস্থ পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











