লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের৪দিন ব্যাপী চক্ষু শিবির শুরু

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে বায়েজিদ বোস্তামী রোডস্থ ইন্ডিপেন্ডেন্ট এপারেল্‌স লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিকদের জন্য ৪ দিন ব্যাপী এক চক্ষু শিবির গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি সিরাজুল হক আনসারী, সিনিয়র গভর্নর এডভাইজার এস এম আবু তৈয়ব, আর সি হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিঞা, আর সি হেডকোয়ার্টার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, ক্লাব সভাপতি লায়ন বিজয় শেখর দাশ, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন মিজানুর রহমান, লিও আবদুর শুক্কুর সাজু,লিও ইয়াসিন,লিও সাকিব,লিও রাহি।

চক্ষু ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছেন সিনিয়র গভর্নর এডভাইজার ও ইন্ডিপেন্ডেন্ট এপারেল্‌স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এম আবু তৈয়ব। এতে প্রায় ২০০০ শ্রমিককে চক্ষু সেবা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ জামেয়া ময়দানে আল্লামা সৈয়্যদ তাহের শাহের সভাপতিত্বে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপটিয়ায় সুন্নী আন্দোলনের সমাবেশ ও মাহফিল