লায়ন্স ক্লাব অব চিটাগং মুনলাইটের ‘অন্তহীন ভালোবাসার ঝুড়ি’ উদ্বোধন করা হয়েছে। গতকাল খুলশীর দ্যা বাস্কেট সুপার শপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিক। এতে বক্তারা বলেন, বাংলাদেশে প্রথম কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান এই ধরনের ব্যতিক্রমী সেবার উদ্বোধন করল। এই আয়োজনে সাপোর্ট দেয়ার মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষদেরকে মানবিকভাবে সেবা দান করতে পারছি। যেখানে দাতা এবং গ্রহীতা কেউ কাউকে চিনবে না বা জানবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এডভোকেট মো. ইকবাল হোসেন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন দ্যা বাস্কেটের হেড অব অপারেশন নিজাম উদ্দীন।
লায়ন্স ক্লাব অব চিটাগং মুনলাইটের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন সায়মা সুলতানার সভাপতিত্বে প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং মুনলাইট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য সিনিয়র লায়ন নেতৃবৃন্দ। লায়ন্স ক্লাব অব চিটাগং মুনলাইট সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে প্রোগ্রামের সূচনা করে। প্রেস বিজ্ঞপ্তি।












