লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের দায়িত্ব হস্তান্তর ও ডিজিটিম অভ্যর্থনা গত ১৫ আগস্ট জামালখানস্থ সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়। মপপশ প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য্য, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি। ১ম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সুব্রত বিকাশ চৌধুরী। আনুগত্যের শপথ পাঠ করান রিজিওন চেয়ারপার্সন লায়ন সঞ্জীবন চন্দ্র সরকার। অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের নতুন সভাপতির নিকট গং গেবল হস্তান্তরের মধ্যদিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়। সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ২য় পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিএমটি কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল। বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য্য, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি, কেবিনটে সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, জিএসটি কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন এ.কে.এম নবিউল হক, রিজিওন চেয়ারপার্সন (১) লায়ন ডা. দেবাশীষ দত্ত। উপস্থিত ছিলেন লায়ন ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন ডা. শ্যামল বৈদ্য, লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, লায়ন ডা. মনতোষ ধর, লায়ন পরিমল কান্তি দাশ, লায়ন অঞ্জন শেখর দাশ, লায়ন দিবাকর সেনগুপ্ত, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন অহিদুল ইসলাম সিকদার, লায়ন ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ। আরো উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক লায়ন ডা. বাসনা মুহুরী, ক্লাব সেক্রেটারি শিমুল কান্তি নন্দী, লায়ন লিটন দে, লায়ন সমীর বরণ দাশ, লায়ন আবুল বাসার, লায়ন নারায়ণ মজুমদার, লায়ন ইঞ্জিনিয়ার নিখিল চৌধুরী, লায়ন সাজু পালিত, লায়ন নারায়ন দত্ত, লায়ন সুমন চৌধুরী, লায়ন বেনুতোষ দাশ, লায়ন ডা. সোমেন চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার রিংকন বিশ্বাস, লায়ন প্রদীপ কুমার ধর, লায়ন সুমন কান্তি চৌধুরী, লায়ন প্রিয়তোষ চৌধুরী, লায়ন তপন কান্তি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।