নগরীর বাকলিয়ার ক্ষেতচর এলাকায় নবপ্রতিষ্ঠিত সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্স প্রাঙ্গণে ও রাউজান উপজেলার বিনাজুরির নিরবভূমিতে ফলদ, বনজ, ঔষধিসহ দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
গতকাল শুক্রবার ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ এইচ শীলজ্যোতি মহাথের। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া, ক্লাব সেক্রেটারি সুকান্ত বড়ুয়া বিপুল, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও এডভাইজর লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, ক্লাব কো–অর্ডিনেটর লায়ন রনি কুমার বড়ুয়া, লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের লিও প্রেসিডেন্ট সুস্মিতা বড়ুয়া পূর্ণা, লিও ট্রেজারার সুপ্রিয়া বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।