লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাতের চার্টার নাইট

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাতের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চার্টার নাইট লায়ন আব্দুর রহমান খোকনের সভাপতিত্বে ও জোন চেয়ারপার্সন লায়ন লুবনা হুমায়ুনের সঞ্চালনায় গত ৩ জানুয়ারি একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

প্রোগাম চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন আহমেদের সুচনা বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল ডিজি টিম সংবর্ধনা, পিডিজি সম্মাননা, মুক্তিযোদ্ধা সম্মাননা, ক্লাবের সাবেক সভাপতিদের সম্মাননা প্রদান এবং নতুন সদস্যদের শপথ পাঠ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কহিনুর কামাল, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকি। উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন মোস্তাক হোসেন, লায়ন মন্‌জুরুল আলম মন্‌জু , লায়ন সিরাজুল হক আনসারি প্রমুখ। প্রধান অতিথি বলেন, পারিজাত লায়ন্স ক্লাব একটি অন্যতম ক্লাব, তারা মানবতার কাজে সব সময় এগিয়ে থাকে।এ বছর যে ডাক দিয়েছি ‘একতাতে সমৃদ্ধি’এই ডাক কে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা নিরলস কাজ করে যাচ্ছে । সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়া ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাতের গৌরবময় পথচলাকে নতুন অনুপ্রেরণা ও উদ্দীপনা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবয়ানের ‘খ্যাতির বিড়ম্বনা’
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীর পথ পাড়ি দিতে হবে